মাওলানা আতীক আনওয়ার
মাওলানা আতীক আনওয়ার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার অনলাইন দাওয়াহ মাধ্যম রিসালাতুল ইসলাম বিডিতে কর্মরত আছেন। এ জামিয়া থেকেই ২০১৫ সালে তাকমিল (দাওরায়ে হাদিস) সমাপন করেন। এরপর দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগে পড়েছেন দু'বছর। কিডো থেকে তার আরেকটি কোর্স আসছে ইসলামিক ম্যানার্স এর উপর।

